সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
যুবলীগের সমাবেশে বক্তারা

মৌলবাদীদের স্থান নেই নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে মিছিলটি বের হয়। পরে ডিআইটি চত্বরে সমাবেশে ‘শামীম ওসমান থাকতে নারায়ণগঞ্জে মৌলবাদীদের স্থান নেই’ বলে ঘোষণা দেন বক্তারা। মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জাকিরুল আলম হেলাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর যুবলীগের সহসভাপতি আমিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আবদুর কাদির, নারায়ণগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলমগীর হোসেন প্রমুখ। জাকিরুল আলম হেলাল বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকটা স্বাধীনতাবিরোধী শক্তি। আমরা মাঠে নামলে রাজাকাররা দেশে থাকতে পারবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা সমালোচনা করছেন তারা কোথায় ছিলেন জিয়ার ভাস্কর্য নির্মাণকালে। এ কে এম শামীম ওসমান থাকতে নারায়ণগঞ্জে কোনো মৌলবাদীর স্থান নেই।

শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু বলেন, জাতির জনকের ভাস্কর্য ভেঙে নদীতে ফেলে দিবে এমন ঘোষণার পর যুবলীগ নেতা-কর্মী যেভাবে রাস্তায় নেমেছে, আপনারা তা দেখে বুঝে নিন। ১৯৭৫ সাল আর ২০২০ সাল এক নয়। এটি জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, স্বাধীনতা পক্ষ শক্তির বাংলাদেশ।

সর্বশেষ খবর