রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শ্রমজীবী মানুষ নির্যাতিত

-------- খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানাভাবে নির্যাতিত। তারা শ্রমের ন্যায্য বিনিময় পাচ্ছেন না। গতকাল রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক মজলিসের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় হাজী নূর হোসেন সভাপতিত্ব ও মাওলানা আবুল কালাম পরিচালনা করেন।

ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, করোনার মহাদুর্যোগের মধ্যে সরকার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দিয়েছে। এতে হাজার হাজার পাটকল শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত পাঁচটি চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এখন আখমাড়াইয়ের ভরা মৌসুম চলছে। এতে আখচাষিরা বিপাকে পড়েছেন আর চিনিকলের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমজীবী মানুষের ওপর রাষ্ট্রের এ অমানবিক আচরণ বন্ধ করতে হবে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা আজিজুল হক, প্রভাষক আবদুল করিম।

সর্বশেষ খবর