রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সুদ-ঘুষ, দুর্নীতিতে জনগণ দিশাহারা

-আতাউল্লাহ হাফেজ্জী

নিজস্ব প্রতিবেদক

খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দেশ ও জাতির নেতৃত্বের সব স্তরে সুনাগরিকের নিদারুণ অভাব পরিলক্ষিত হচ্ছে। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চার অভাবে সরকার ও প্রশাসন নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখছে না। রাষ্ট্র ও প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণকে হুমকি দিচ্ছেন। সুদ-ঘুষ, দুর্নীতির কারণে জনগণ দিশাহারা। এই অবস্থায় বিশুদ্ধ জ্ঞান চর্চার মাধ্যমে সুনাগরিকের গুণাবলি অর্জনের বিকল্প নেই। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মিলনায়তনে খেলাফত ছাত্র আন্দোলনের দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফেজ জাকির বিল্লাহর সভাপতিত্বে এবং হাফেজ মাহমুদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানাউল্লাহ, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আল-আমিন, মুফাচ্ছির হোসেন, জাকির হোসেন, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর