রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দিল্লি থেকে গ্রেফতার বাংলাদেশের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মাসুম

কলকাতা প্রতিনিধি

প্রায় ১০ বছর পর অবশেষে দিল্লির ক্রাইম ব্র্যাঞ্চের হাতে ধরা পড়েছে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক বাংলাদেশি আসামি। গতকাল দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) থেকে জানানো হয়েছে বাংলাদেশি ওই অপরাধীর নাম মাসুম আলী ওরফে সারওয়ার। বাংলাদেশের স্থানীয় আদালত তাকে মৃত্যুদন্ডাদেশ দেওয়ার পর ১০ বছর ভারতের মাটিতে আত্মগোপন করেছিলেন তিনি। তাকে দিল্লির কানপুর টি-পয়েন্ট থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল ও কার্তুজ। জানা গেছে, ২০১০ সাল থেকে তিনি ভারতে গা ঢাকা দিয়ে ছিলেন।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ ভীষ্ম সিং জানান, ২০০৫ সালে বাংলাদেশে অপহরণ ও খুনের মামলায় ২০১৩ সালে মাসুমকে বাংলাদেশের আদালত মৃত্যুদন্ডের আদেশ দেয়। কিন্তু দেশ ছেড়ে সে অবৈধভাবে দিল্লিতে আত্মগোপন করে থাকে। ২০০৫ সালে বাংলাদেশের মধ্য নলবুনিয়া বাজারে নিজের মোবাইলের দোকান থেকে জাহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে অপহরণের ঘটনায় জড়িত ছিল অভিযুক্ত মাসুম ও তার আরও চার সহযোগী। এরপর জাহিদুলকে নৃশংসভাবে হত্যা করে টুকরো টুকরো কাটা হয়। পর দিন নলবুনিয়ার মাঠে জাহিদুলের বিকৃত লাশ উদ্ধার করা হয়। 

সর্বশেষ খবর