মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

২৯ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৯ জুয়াড়িকে গ্রেফতার করেছেন র‌্যাব-১০ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক প্যাকেট ও খোলা অবস্থায় ৪০৭ পিস জুয়া খেলার কার্ড, ৩১ হাজার ৬৩০ টাকা এবং ২৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি নিজেদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। র‌্যাব-১০ এর অপারেশনস অফিসার এএসপি এনায়েত কবির বলেন, রবিবার রাতে যাত্রাবাড়ীর দক্ষিণ সায়েদাবাদের ৪৩/ডি নম্বর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া আসর থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলেন আবু বক্কর সিদ্দিক, মো. রাশেদুল ইসলাম, মো. আবু সাঈদ মন্ডল, মো. আবদুল হালিম, মো. কাঞ্চন মিয়া, মো. হযরত আলী, মো. হালিম সরকার, মো. শাহআলম, মো. হাবিবুর রহমান, মো. ইলিয়াস হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. মোক্তার আলী, মো. হোসেন আলী এবং মো. নাজিম উদ্দিন। রবিবার সন্ধ্যার পর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় অভিযান চালিয়ে জুয়া আসর থেকে সাতজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

 তারা হলেন- মো. আরশাদুল, মো. রুবেল, মো. খোকন, মো. জাহাঙ্গীর আলম, মো. সোহেল, মো. বাবুল এবং মো. ইউসুফ।

এদিকে একইদিন রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আটজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. ফারুক, মো. ওমর ফারুক, মো.  আবুল কালাম, মো. মনির, জাহাঙ্গীর হাসান, মো. শহিদুল, মো. ইমরান হোসেন সাগর এবং মো. শাহআলম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর