শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারত মিয়ানমারের ‘ভোট কারচুপি’ তত্ত্ব উপেক্ষা করল

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

অং সান সুচির বেসামরিক সরকারকে উৎখাত করার যুক্তি হিসেবে মিয়ানমারের সেনা সরকার প্রদত্ত যুক্তি ভারত উপেক্ষা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, মিয়ানমারের সামরিক জান্তা সরকারের একটি চিঠি ভারত পেয়েছে। কিন্তু চিঠির বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কেও ভারতের কোনো অভিমত নেই।

মিয়ানমারের রাজধানীতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের সেনা সরকার একটি চিঠি দেয় দিল্লিকে। সাধারণ নির্বাচনের পর কেন সুচির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা হয়েছে- চিঠিতে সেই ব্যাখ্যা ছিল। ব্যাখ্যায় ভোট কারচুপির অভিযোগ তোলার চেষ্টা রয়েছে। কিন্তু সরকারি মুখপাত্র গতকালও পুনরুল্লেখ করেন, ‘আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই সমুন্নত রাখতে হবে।’ তার অর্থ দাঁড়ায় নির্বাচনে ভোট কারচুপির তত্ত্ব উপেক্ষিত হয়েছে। ভারতীয় মুখপাত্র বলেন, ‘নিকটতম প্রতিবেশী হিসেবে আমরা ওই দেশের ঘটনাবলির ওপর নজর রেখে চলেছি।’

সর্বশেষ খবর