সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা
নকল বৈদ্যুতিক তার উৎপাদন

৬টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়। গত শনিবার র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার ৬টি নকল তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।

পরে কারখানার মালিকদের জরিমানাসহ চারজনকে কারাদন্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এডিশন ক্যাবলকে ৪ লাখ টাকা; কে এস মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ১৫ লাখ টাকা; আরিফ ক্যাবলসকে ৪ লাখ টাকা; লুকাস ইলেকট্রিককে ৫ লাখ টাকা; সুপার পাওয়ার ক্যাবলসকে ৬ লাখ টাকা এবং জে এস পি ক্যাবলকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর