বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

আশ্রয় কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে পুত্রসন্তান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আশ্রয় কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে পুত্রসন্তান

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম। উপজেলার লালুয়া ইউনিয়নের ওইসব গ্রামের মানুষ ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। সেই মুহুর্তে সানজিদা (২২) নামের এক গৃহবধূ প্রসববেদনায় কাতরাতে থাকেন। খবর পেয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা ছুটে যান চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-সাইক্লোন শেল্টার কেন্দ্রে। সেখানে গতকাল সকাল ১০টার দিকে ওই গৃহবধূ প্রথমবারের মতো একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। তার এ সন্তানের নাম রাখা হয়েছে বেল্লাল। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে চান্দুপাড়া গ্রাম প্লাবিত হয়। এ সময় গর্ভবতী স্ত্রী সানজিদাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান নুর-আলম শরীফ। পরে সকালে তার প্রসববেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তিনি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনই সুস্থ রয়েছে।

সর্বশেষ খবর