শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আওয়ামী লীগ সরকারের সব বাজেট বাস্তবায়িত হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবারই সব সমালোচনা মিথ্যা প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সব বাজেট বাস্তবায়নের হারই শতকরা ৯৫-এর ওপরে।

গতকাল বিকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে এবং এ সময় সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া। -নিজস্ব প্রতিবেদক

 

সরকারের বোধোদয় হয়েছে

------ ড. ইফতেখারুজ্জামান

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সব মহলের আপত্তি সত্ত্বেও চলতি বাজেটে অর্থমন্ত্রী কালো টাকা বৈধ করার ঢালাও সুবিধা দিয়েছিলেন। আসন্ন বাজেটে নতুন করে এই সুযোগ না রাখার সিদ্ধান্ত সরকারের বোধোদয় হিসেবে ধরে নেওয়া যায়। আমরা বিশ্বাস করতে চাই, সরকারপ্রধানের ‘দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার বক্তব্যকে সম্মান করে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক ও অসাংবিধানিক এই অনৈতিক সুবিধাটি আয়কর অধ্যাদেশের আইনি মারপ্যাঁচে ফেলে বা স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে পড়ে অব্যাহত রাখবে না। গতকাল বাজেট পরবর্তী টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন।      -নিজস্ব প্রতিবেদক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর