শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

প্রতারকদের হোতা শেখ হাবিবসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রতারকদের হোতা শেখ হাবিবসহ গ্রেফতার ৩

প্রতারক চক্রের হোতা শেখ হাবিবুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ১০ জুন জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা এসএসআই গ্রুপের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪। গ্রেফতার অন্যরা হলেন- খলিলুর রহমান ও আবু সাঈদ। র‌্যাব-৪ সূত্র জানায়, শেখ হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। হাবিবের ছেলে শেখ ইমরানের স্ত্রী শারমিন আক্তারও তাদের সঙ্গে প্রতারণায় জড়িয়ে পড়ে। গ্রেফতার অভিযানের সময় একটি ল্যাপটপ, একটি সিপিইউ, নগদ ১ লাখ টাকা, পাঁচটি মোবাইল, ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রতারণার মাধ্যমে নেওয়া বিভিন্ন ব্যাংকের ১০টি চেক, এনআইডি কার্ডের ফটোকপি ১০টি, সিভি একটি, চুক্তিনামা ৩ সেট, দলিলের ফটোকপি ৩ সেট, বিভিন্ন প্রকারের ভিজিটিং কার্ড ২৫০টি, ডিজিটাল সিল দুটি, ছবি পাঁচটি, পাসবাই আটটি এবং তিনটি ডায়েরি জব্দ করা হয়েছে। শেখ হাবিবুর রহমান এসএসআই করপোরেশন নামে একটি অফিস খুলে চাকরি দেওয়া, জমি উদ্ধার, ফ্ল্যাট উদ্ধারের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেন।

সর্বশেষ খবর