মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বরে হবে বিশ্ব শান্তি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপনে এ বছর ঢাকায় আয়োজন করা হবে বিশ্ব শান্তি সম্মেলন। বিশ্ব শান্তি পরিষদের উদ্যোগে এ সম্মেলনে অংশ নেবেন বিশ্ব শান্তি পরিষদের নেতা, রাজনৈতিক নেতারা। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সম্মেলন আয়োজন উপলক্ষে গতকাল শান্তি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

সভায় বাংলাদেশ শান্তি পরিষদ নেতারা বিশ্ব শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তিকামী মানুষের লড়াইয়ে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ছিলেন প্রধান নেতা। বঙ্গবন্ধুর এই জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি বাঙালি জাতির জন্যও বিশ্ব দরবারে এক বিরাট সম্মানের বিষয়। সভায় বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান, সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, মুজাহিদুল ইসলাম সেলিম, হাসানুল হক ইনু, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর