মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

মানুষের পাশে দাঁড়ানোর আহ্‌বান ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

সেবার মানসিকতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানবতার পাশে দাঁড়ানোর আহ্‌বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দেশে দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ বহুগুণ বেড়েছে। সরকার করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার জন্য লকডাউন, শাটডাউন ইত্যাদি ঘোষণা করলেও দেশের দরিদ্র দিনমজুর নিম্নবিত্ত মানুষের সমস্যার কার্যকর কোনো সমাধান করেনি। ফলে সাধারণ খেটে খাওয়া, মধ্যবিত্ত মানুষ অমানবিক কষ্টে দিনযাপন করছে। যা অমানবিক ও মৌলিক নাগরিক অধিকারের পরিপন্থী। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার মানসিকতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

 চলমান কভিড-১৯ মোকাবিলায় সরকারসহ দলমত-নির্বিশেষে সবাই এগিয়ে আসতে হবে। কোরবানির মাংস বিতরণ করে সাধারণ মানুষের পাশে থাকা যায়।

সর্বশেষ খবর