প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভূমি ও গৃহহীন ১০ পরিবারকে ঘর উপহার দিয়েছে যুবলীগ। গত সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ ‘আশ্রয়’ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ১০টি ঘরের চাবি হস্তান্তর করা হয়। ঘরপ্রাপ্তরা হলেন- গাজীপুরের মো. ইমান আলী, প্রেম কুমার দাস, ফাতেমা তুজ জোহরা (দুটি), আনোয়ারা বেগম (দুটি), নুর মোহাম্মদ কটু মিয়া, নরসিংদী জেলার রতন বালা, ময়মনসিংহ জেলা বিউটি খাতুন, শেরপুর জেলার মোসা. খুশবান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেওয়া ঘর প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।