সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কওমি মাদরাসায় এসএসসি-এইচএসসি চালু করার দাবি

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসার স্বকীয়তা বজায় রেখে পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও অনার্স লেভেল চালু করার দাবি জানিয়েছেন আলেমরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিজেদের পরিচালিত মাদরাসাগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্তকরণ ও জাতীয় ও কারিগরি শিক্ষার সমন্বয়ে কওমি সিলেবাস প্রণয়ন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি উসামা ইসলাম লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়ার মাধ্যমে কওমি সনদের সরকারি স্বীকৃতি ও মাস্টার্সের মান দিয়েছেন। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কওমির স্বকীয়তা বজায় রেখে বোর্ডগুলোর নিজস্ব তত্ত্বাবধানে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও অনার্স লেভেল চালু করে এর কওমি সনদকে সত্যিকারের মাস্টার্সের মানে কার্যকর করা সময়ের দাবি। সংবাদ সম্মেলনে জাতীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের উপদেষ্টা আল্লামা আবদুর রাজ্জাক কাসেমী, মুফতি এয়াহিয়া মাহমুদ কাসেমী, শিক্ষা সিলেবাস ও গবেষণা পরিচালক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, তথ্য প্রচার ও প্রকাশনা বিভাগের পরিচালক মাওলানা মুআজ বিন নূর, বোর্ডের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর