শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ষড়যন্ত্র করে উন্নয়ন আটকে রাখা যাবে না : মাওলানা ইসমাইল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন বলেছেন, লবিস্ট নিয়োগের ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের উন্নতি আটকে রাখা যাবে না। মির্জা ফখরুল ইসলাম ২০১৯ সালের ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর লিন্ডসি গ্রাহামকে চিঠি লিখে সরাসরি বাংলাদেশে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করতে অনুরোধ জানান। একটি অন্যতম রাজনৈতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা দলীয় স্বার্থে নিজ দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এভাবে আরেকটি দেশকে অনুরোধ জানাতে পারে?

গতকাল এক বিবৃতিতে মাওলানা ইসমাইল বলেন, সংসদে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপি ২০১৭ সাল পর্যন্ত চারটি এবং ২০১৯ সালে একটি লবিস্ট ফার্ম নিয়োগ করে। আর যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত-বিএনপি তিনটি লবিস্ট ফার্ম নিয়োগ করে। ২০১৪ সালে জামায়াত একটি ফার্ম নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য। এজন্য তারা দেড় লাখ ডলার দেয়। বিচার বন্ধে তারা আরেকটি লবিস্ট অফার্ম নিয়োগ করেছিল। আর যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করার জন্য পিস অ্যান্ড জাস্টিস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩২ হাজার ডলার দিয়ে নিয়োগ করে।

সর্বশেষ খবর