মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কক্সবাজারে ৪৫ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা। এটি দেশে এ যাবৎকালের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে বিজিবি। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় নামক স্থানে ক্রিস্টাল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযানে যায় বিজিবি। টের পেয়ে মাদককারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পালিয়ে যায় মাদককারবারিরা।

এরপর গোলপাতার বাগানের ভিতর থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা বলে দাবি বিজিবির। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর