মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

মার্কিন নিষেধাজ্ঞা, ইসি আইন ও খালেদার অবস্থা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞা, নির্বাচন কমিশন (ইসি) আইন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ‘এক দফা’ আন্দোলনে বৃহৎ রাজনৈতিক ঐক্য গঠন প্রক্রিয়ার বিষয়টিও এতে স্থান পেয়েছে। তবে জামায়াতে ইসলামীর এই ঐক্যে থাকা না থাকার বিষয়টি এখনো কোনো সুরাহা হয়নি। গতকাল রাত ৮টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় স্থায়ী কমিটির এ বৈঠক। আজ বিকাল ৩টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখবেন। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলেচনা হয়েছে।

তবে নির্বাচন কমিশন আইন নিয়ে আলোচনায় অনাগ্রহ প্রকাশ করেন বেশির ভাগ সদস্য। তারা বলেন, বিএনপির দাবি হলো- নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ প্রশাসন। সুতরাং নির্বাচন কমিশন আইন নিয়ে দলের কোনো মাথাব্যথা নেই।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর