মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকীকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বিকালে নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় মধ্যে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার, নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মজুমদার, রায়কোট দক্ষিণ চেয়ারম্যান মজিবুর রহমান, রায়কোট উত্তর চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট  ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী রবিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষানুরাগী মরহুম মৌলভী ইসহাক মজুমদারের ছেলে। তিনি দ্বিতীয় ওয়ার কোর্স-এর সদস্য হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী অধ্যাপক বদরুন্নেসা তিতুমীর কলেজ ও মিরপুর বাংলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর