মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আ জ ম নাছিরের মায়ের ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। গতকাল বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের সামনের ঈদগাহ ময়দানে জানাজায় ইমামতি করেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক নগরপিতার মা। তিনি ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ ছাড়া আ জ ম নাছিরের মায়ের জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, আশিকউল্লাহ রফিক, নজরুল ইসলাম ও নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয় ক্রিকেট দলের প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, বিজিএমইর সাবেক প্রথম সহসভাপতি মাইনুদ্দিন আহমেদ মিন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

আ জ ম নাছির উদ্দীনের মায়ের মৃত্যুর খবর পেয়ে ফেনী থেকে তাঁর বাসভবনে ছুটে যান প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান ও সমবেদনা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর