রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মিসর থেকে প্রকাশিত কবি কামাল চৌধুরীর ‘কাসাইদ মুখতারা’

প্রতিদিন ডেস্ক

কবি কামাল চৌধুরীর নির্বাচিত কবিতার আরবি অনুবাদ গ্রন্থ ‘কাসাইদ মুখতারা’ প্রকাশ করেছে মিসরের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান কায়ান পাবলিশিং হাউস। কায়রোতে গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে এই কবিতা সংকলনটি প্রকাশিত হয়েছে বলে মিসরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম মেলা পরিদর্শনে গেলে প্রকাশনা সংস্থা কর্তৃক ‘কাসাইদ মুখতারা’র কপি তাকে উপহার দেওয়া হয়।

প্যারিস প্রবাসী ফিলিস্তিনের বিশিষ্ট অনুবাদক মোহাম্মদ দাব্বাজাহ্ কবি কামাল চৌধুরীর নির্বাচিত ১২৫টি কবিতার আরবি অনুবাদ করেছেন। আরব বিশ্বের পাঠকদের জন্য সমসাময়িক আধুনিক বাংলা কবিতার আরবি অনুবাদ সংকলন আকারে প্রকাশ একটি অনন্য ঘটনা। আরববিশ্বের বিপুল সংখ্যক পাঠকের কাছে বাংলা কবিতাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ গ্রন্থটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর