সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বোর্ড হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে রূপান্তর করে ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের চিকিৎসা সেবায় নিয়োজিত সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরি এবং চিকিৎসা শিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড আইন ২০২১ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশের চিকিৎসা সেবায় নিয়োজিত সহযোগী কার্যক্রম এক ছাতার নিচে পরিচালিত হবে। এ ব্যাপারে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘সর্বোচ্চ আদালতের নির্দেশনা এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর