সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিমানবন্দরে যাত্রী হয়রানিতে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরে যাত্রী হয়রানি, কার্গো হ্যান্ডলিংয়ে অব্যবস্থাপনা ও ভিআইপি লাউঞ্জের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। দুই মিসরীয় বিমান লিজ দুর্নীতির বিষয়ে কমিটির সভাপতি বৈঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতিকে জিরো টলারেন্স দেখাতে বলেছেন। এর পরও কিছু ক্ষেত্রে চারদিকের পরিবেশ-পরিস্থিতির কারণে নানা ধরনের অভিযোগ আসছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে কার্যপত্র ও দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য পাওয়া যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, কার্গো ব্যবস্থাপনা ও ভিআইপি লাউঞ্জের ব্যবহার নিয়ে আলোচনা হয়। কমিটি কক্সবাজার অঞ্চলকে আধুনিকায়নের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করতে সমন্বয় সভা করার সুপারিশ করে। একই সঙ্গে বরিশাল বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নে পানিসম্পদ, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সভা করার সুপারিশ করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর