সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সেনবাগে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১০ ঘণ্টা পর পার্শ্ববর্তী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামিকে আবার গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আসামি মনির হোসেনকে গতকাল দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের মনির হোসেন (৩৫) তেজগাঁও থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার বিকালে তাকে গ্রেফতার করে থানায় আনার পথে স্থানীয় দুই ইউপি মেম্বারের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশের ওপর হামলা করে। ছিনিয়ে নেয় আসামি মনিরকে। ওসির দাবি- এ সময় পুলিশের তিন সদস্য ও দুই গ্রামপুলিশ আহত হন।

ঘটনার পর অভিযান চালিয়ে ১০ ঘণ্টার পর পার্শ্ববর্তী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনিরকে আবার গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলা ও আাসামি ছিনতাইয়ের ঘটনায় সেনবাগ থানায় মামলা করা হয়েছে। 

সর্বশেষ খবর