রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পলাশ-শিমুলের অপরূপ সাজে মেরিন ড্রাইভ

আয়ুবুল ইসলাম, কক্সবাজার

পলাশ-শিমুলের অপরূপ সাজে মেরিন ড্রাইভ

নান্দনিক কক্সবাজার মেরিন ড্রাইভ -বাংলাদেশ প্রতিদিন

ঋতুরাজ বসন্তের শুরুতেই অপরূপ সাজে সেজেছে কক্সবাজার মেরিন ড্রাইভের দুই পাশ। পাহাড় আর সাগরের মধ্যদিয়ে বয়ে যাওয়া সড়কটির দুপাশে গাছে গাছে রং ছড়াচ্ছে পলাশ, শিমুলসহ নানা বাহারি ফুলে। আমের মুকুল ও বাহারি নানা ফুল শোভা বাড়িয়েছে বহুগুণ। গাছে গাছে পাখির কলতান আর মৌমাছির গুঞ্জন সৃষ্টি করেছে ভিন্ন পরিবেশ। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রকৃতির এমন রূপ দেখে মুগ্ধ পর্যটকরা। ক্ষণিকের নয়, চিরন্তন ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে অনেক যুগল কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন। ঢাকা থেকে আগত সায়মা-কাইয়ুম দম্পতি জানান, ফাল্গুনে মেরিন ড্রাইভ সড়কের প্রকৃতি সেজেছে অসাধারণ। সমুদ্র সৈকতের পাশ দিয়ে মেরিন ড্রাইভের দুপাশে পলাশ-শিমুলে পাখির কলতান আর সমুদ্রের ঢেউয়ের গর্জন ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। বসন্তের এমন দৃশ্য মনকে আন্দোলিত করে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম জানান, বনবিভাগ  মেরিন ড্রাইভ সড়কে ২০১২-১৩ অর্থবছর থেকে সৌন্দর্য বর্ধনের জন্য ১৩ হাজার চারা রোপণ করে। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়াসহ বিভিন্ন প্রজাতির এসব গাছে ফুল ফুটে সড়কটি ফুলে ফুলে সুশোভিত হয়েছে। ফাল্গুনে এসব গাছে পাখির কলতান আর মৌমাছির গুঞ্জন সৃষ্টি করেছে ভিন্ন পরিবেশ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ জানান, গত বছর ৮০ কিলোমিটার এ সড়কে টেকনাফ পর্যন্ত আরও ১০ হাজার শুভাবর্ধনকারী চারা রোপণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। যা কয়েক বছর পর প্রকৃতির এই সৌন্দর্য আরও বাড়িয়ে বিমহিত করবে পর্যটকদের।

সর্বশেষ খবর