রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিএসএমএমইউর দুই ওয়ার্ডে অক্সিজেন ছড়িয়ে পড়ায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দুই ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় বিএসএমএমইউ-এর দ্বিতীয় তলার ২১৫ নম্বর ও ষষ্ঠ তলার ৬১৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পাইপ দিয়ে প্রচুর পরিমাণ অক্সিজেন বের হয়ে ওয়ার্ড দুটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে আগুন আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে যান রোগী ও তাদের স্বজনরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লিকেজ ঠিক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। হাসপাতালের দুটি ফ্লোরে অক্সিজেন লিকেজের ঘটনা ঘটেছিল। এতে বিপুল পরিমাণ অক্সিজেন গ্যাস নির্গত হওয়ায় রোগী ও তাদের স্বজনরা ভেবেছিলেন আগুন লেগেছে। ফলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লিকেজ ঠিক করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর