সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ট্রেনে পাথর নিক্ষেপে আহত রাবি শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম এম এ আজিজ। তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টায় মহানন্দা এক্সপ্রেস ট্রেনে আব্দুলপুর থেকে রাজশাহীতে আসার পথে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ফলে ওই শিক্ষার্থীর ডান চোখের একপাশে ক্ষত হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাবি শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এক মানববন্ধনে প্রতিবাদ জানানোর পাশাপাশি দুর্বৃত্তদের শাস্তি দাবি করেন তারা। মানববন্ধনে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশফাকুর রহমান বলেন, আমরা চাই দেশের যে সব স্থানে এই পাথর নিক্ষেপের ঘটনাগুলো ঘটে সে স্থানগুলো চিহ্নিত করে দুর্বৃত্তদের খুঁজে বের করা এবং তাদের প্রতিহত করা হোক।

আজিজের সহপাঠী নিয়ন শাহরিয়ার আপন বলেন, আমরা চাই না রেলভ্রমণ করতে গিয়ে আজিজের মতো কেউ পাথরের আঘাতে আহত হোক। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ওসমান গনী বলেন, পাথর নিক্ষেপের ঘটনাগুলোর যদি প্রতিকার না করা যায় তাহলে রেলভ্রমণ আরও ঝুঁঁকির কারণ হয়ে দাঁড়াবে।

সর্বশেষ খবর