শিরোনাম
বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বইমেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে ডেটল ও হারপিক

এ বছর অমর একুশে বইমেলায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। তাই বইমেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে ডেটল ও হারপিক। এর অংশ হিসেবে ‘ডেটল সুরক্ষিত অমর একুশে বইমেলা’ স্লোগান প্রতিপাদ্য করে বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। মেলার প্রবেশপথে সব দর্শনার্থীর হাত পরিষ্কার করাসহ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সাহায্য প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া হারপিকের পক্ষ থেকে মেলাপ্রাঙ্গণের সব টয়লেট পরিষ্কার রাখার উদ্যোগও নেওয়া হয়েছে। ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রবেশপথের পাশাপাশি মেলাপ্রাঙ্গণে কভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। যেখান থেকে গ্রাহকরা সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের মতো প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া সব টয়লেটে হ্যান্ডওয়াশ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়েছে।

পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রেকিট বেনকিজারের দুটি ব্র্যান্ড ডেটল ও হারপিক একত্রিত হয়ে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর মতো বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে। বইমেলায় হাইজিন পার্টনার হিসেবে পাশে থাকাটা এ উদ্যোগেরই একটি অংশ। বিজ্ঞপ্তি।

 

সর্বশেষ খবর