শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
ঢাকা ট্যাকসেস্ বার নির্বাচন

আওয়ামী লীগ প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের (২০২২-২০২৩) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট আবু আমজাদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকারিয়া খান নির্বাচিত হয়েছেন। গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। একটি সহসভাপতিসহ বাকি ছয় পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিতরা। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী কর আইনজীবী লীগ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্যানেল প্রতি™^ন্দ্বিতা করে। তবে ২৩ পদের কোনোটিতেই একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনাপ্রতি™^ন্দ্বিতায় নির্বাচিত হন।

অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমানের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহ্রাব উদ্দিন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, অ্যাডভোকেট আবদুল্লাহ শাহাদাত খান, অ্যাডভোকেট খোরশেদ আলম, হুমায়ুন কবীর, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফী মোহাম্মদ আল মামুন, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মজিদ মল্লিক অ্যাডভোকেট প্রমুখ।

সর্বশেষ খবর