বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মদিন, মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ১ হাজার টাকার বিনিময়ে প্যাকেজ হেলথ চেকআপের ঘোষণা দিয়েছে হাসপাতালটি। গতকাল রাজধানীর মগবাজারে হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এহতেশামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা চিকিৎসা সেবামূলক কার্যক্রম চালু করতে যাচ্ছি। এ জন্য প্যাকেজ হেলথ চেকআপ ঘোষণা করা হয়েছে। এতে ১ হাজার টাকায় প্যাকেজে (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন) হেলথ চেকআপ করনো হবে। এ ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। প্রায় ৫০ শতাংশ ছাড়ের প্যাকেজে কিডনির পাথরের অপারেশন করা হবে। পাঁচজন হতদরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস ফ্রি করা হবে। 

সর্বশেষ খবর