শিরোনাম
রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাসে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর জামা কেটে দেওয়ার অভিযোগে এক ব্যক্তি আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর জামার পেছনের কিছু অংশ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের এক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত মো. হারুন-অর-রশীদ (৫৩) গাজীপুরের কাপাসিয়া থানার রায়েদ এলাকার বাসিন্দা। ভুক্তভোগীদের মধ্যে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও আরেকজন একই বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএর ছাত্রী। ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, তিনি ও তার ফুফাতো বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটক থেকে ঠিকানা পরিবহনের বাসে ওঠেন। বাসটি হেমায়েতপুর পৌঁছালে পেছন থেকে শরীরে কোনো কিছুর স্পর্শ টের পান। বিষয়টি প্রথমে গুরুত্ব না দিয়ে সামনে ঝুঁঁকে বসেন। কিছুক্ষণ পর একই অনুভূতি পেলে পেছনে হাত দিয়ে দেখেন জামার কিছু অংশ কাটা। এ সময় তিনি পেছনে ঘুরে দেখেন সেখানে হারুন-অর-রশীদ বাসের জানালা দিয়ে একটি কাটার ফেলে দিয়ে তাড়াহুড়া করে সিট থেকে ওঠছেন। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে বাসের অন্য যাত্রীরা হারুনকে আটক করেন। পরে হেমায়েতপুর পুলিশ বক্সে সোপর্দ করেন যাত্রীরা। তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘প্রথমে ভেবেছি কেউ হয়তো পেছন থেকে আমার সিটের পেছনের দিকে পা তুলে বসেছে। পরে একই ঘটনা আবার ঘটলে আমি হাত দিয়ে দেখি, আমার জামার পেছনের বেশ কিছু অংশ কাটা। আমার ফুফাতো বোনেরও একইভাবে জামা কেটে দেওয়া হয়েছে।’ জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মাইনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী দুই ছাত্রী মামলার জন্য এসেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে মামলা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর