শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

রেলপথমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করায় বরখাস্ত টিটিইর কাজে যোগদান

পাবনা প্রতিনিধি

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর কর্মস্থলে  যোগ দিয়েছেন পাকশী রেল বিভাগের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। গতকাল সকাল থেকে অফিসে অবস্থান করছেন তিনি। শফিকুল ইসলাম জানান, পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিআরএম) শাহীদুল ইসলাম রবিবার দুপুরে গণমাধ্যমের কাছে আমাকে পুনর্বহালের ঘোষণা দেন। এছাড়া কাজে যোগ দেওয়ার কন্ট্রোল অর্ডার নম্বরটিও ঊর্ধ্বতন কর্মকর্তা মৌখিকভাবে জানিয়েছেন। তাই কর্মস্থলে উপস্থিত হয়েছি।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে বৃহস্পতিবার রাতে টিকিট ছাড়া ট্রেনে উঠেন ‘রেলপথমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী তিন যাত্রী। টিকিট না থাকায় টিটিই শফিকুল ইসলাম তাদের জরিমানা করেন। পরে অসদাচরণের অভিযোগ এনে ‘রেলপথমন্ত্রীর স্ত্রী শাম্মী আখতার মনির নির্দেশে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে রেলওয়ে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর