মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ। ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে আজ বাংলাদেশেও দিবসটি উদযাপিত হবে। এবার সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করবে বাংলাদেশ। সরকারের পাশাপাশি বাংলাদেশ তামাক বিরোধী জোট ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছে। গবেষণায় দেখা যায়, ধূমপানজনিত কারণে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে লাখো মানুষ মারা যাচ্ছে। সরকার ২০০৫ সালে প্রকাশ্যে ধূমপান বন্ধে একটি আইন প্রণয়ন করে এবং ৫০ টাকা জরিমানার বিধান করে। ২০১৩ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়। আর জরিমানার বিধান ৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয় কিন্তু এরপরও প্রকাশ্যে ধূমপান বন্ধ হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর