সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংসদীয় কমিটি

বর্জ্য শোধনাগার ছাড়া ট্যানারির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ট্যানারি শিল্পের দূষণের কারণে ধলেশ্বরী নদীতে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে ধলেশ্বরীর অবস্থাও বুড়িগঙ্গা নদীর মতো হবে। দূষণের এই ভয়াবহতার বিষয়টি পর্যালোচনা করে, ট্যানারি শিল্প শতভাগ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের আওতায় না এলে ট্যানারির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ট্যানারি শিল্পের সব ইউনিটকে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের আওতায় আনতে শিল্প মন্ত্রণালয়কে ছয় মাস সময় দিয়েছে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মো. শাহীন চাকলাদার বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পরিবেশ আইনের বিধানমতে ইটভাটার মাধ্যমে সৃষ্ট বায়ু দূষণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদন্ডের বিধান কার্যকর করার সুপারিশ করা হয়।

 একই সঙ্গে সরকারি অবকাঠামো নির্মাণে ‘ব্লক-ইটের’ ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে সরকার কক্সবাজারের জঙ্গল খুনিয়া পালং সংরক্ষিত বনের একটি অংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সর্বশেষ খবর