শিরোনাম
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরে লৌহ আকরিক সমৃদ্ধ শিলাখনির সন্ধান

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় একটি লৌহ আকরিক সমৃদ্ধ শিলাখনির সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি)। প্রাথমিকভাবে সেখানকার ৫ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৬২৫ মিলিয়ন টন লৌহ আকরিক মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাপ্ত লৌহ আকরিক সমৃদ্ধ শিলার গভীরতা ৪২৬ থেকে ৫৪৮ মিটার। এই শিলা স্তরে লৌহ আকরিরের পরিমাণ প্রায় ৫০ শতাংশ ও গড় পুরুত্ব ৬৮ মিটার। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ক্ষেত্রের ফিজিবিলিটি স্টাডি পরিচালনার দায়িত্ব বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ৬ বর্গ কিলোমিটার এলাকায় প্রাথমিক স্টাডি করবে। পরে স্টাডি প্রতিবেদনের ভিত্তিতে লৌহ আকরিকের মজুদ পর্যাপ্ত এবং অর্থনৈতিকভাবে লাভজনক বিবেচিত হলে খননের জন্য বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।

গতকাল পেট্রোবাংলার সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর