মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

টেকনাফে ২২ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে ২২ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফের নাফ নদের তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার সেক্টর সদর দফতর রামু, কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ পিএসসি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ-২ বিজিবি দুটি বিশেষ টহল দল গতকাল দুপুরে খয়ের দ্বীপে সাঁড়াশি অভিযান শুরু করে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে দ্বীপের মধ্যবর্তী স্থানে চোরাকারবারিদের একটি গোপন আস্তানা খুঁজে পাওয়া যায়। সেখানে একটি গাছের গোড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। তিনি আরও জানান, কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর