চট্টগ্রামে বন্দরের থেকে বের হওয়া মাদকের চালানের বিষয়ে প্রশাসনকে তথ্য দেওয়ায় ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টমস শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুর রহমানকে। এ ঘটনায় তিনি সিএমপির ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সিএমপির ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম কাস্টমস শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুর রহমানকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গত ২৪ জুলাই একটি জিডি করা হয়েছে। এ জিডি তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘এ পর্যন্ত যতটুকু জেনেছি ওই ফোন নাম্বারটি দেশের বাইরের। এ চালানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো চক্র ফোনটি করেছে।’
কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ‘মদের বিশাল চালানের তথ্য পেয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করি। পরে আইন প্রয়োগকারী সংস্থা মদের চালান নারায়ণগঞ্জ থেকে জব্দ করে। এ ঘটনার পর ২৩ জুলাই সকালে একটি বিদেশি নম্বর থেকে হোয়াইটসঅ্যাপ নম্বরে কল আসে। মদের তথ্য কেন প্রশাসনকে অবহিত করেছি তা বলে গালাগালি শুরু করে। এ সময় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি করেছি। এখন তদন্ত করছে পুলিশ।’প্রসঙ্গত, গত ২৩ জুলাই চট্টগ্রাম কাস্টমসের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে দুই কন্টেইনার বিদেশি মদ উদ্ধার করে র্যাব।