বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত ১

শাহজাহানপুরে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর কড়াইল এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মো. আল আমিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন। গতকাল রাতের এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তারা হলেন আমজাদ হোসেন, মাসুদ আলম, নূর আলম, ডালিয়া বেগম, সুমি বেগম, নাসির ও জলি আক্তার। তাদের ঢাকা মেডিকেলে  ভর্তি করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরে আযম মিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে কড়াইল বস্তি এলাকায় নূরানী মসজিদে মারামারির সূত্রপাত হয়। পরে তা বাইরেও ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।  প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি কড়াইল ইউনিট আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে। এতে পদ পাওয়া-না পাওয়া নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। গতকাল মসজিদে এশার নামাজের সময় কোনো কারণে আবারও সেই প্রসঙ্গ সামনে আসে। এ নিয়ে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এদিকে, গতকাল রাতে শাহজাহানপুরে মো. ফারুফ (১৬) নামে এক কার ওর্য়াকসপ কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার বাবার নাম মারুফ। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানার জয়পুরে। চিকিৎসকরা বলছেন, ফারুকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে।

সর্বশেষ খবর