উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৭ কর্মকর্তা ও ২৯ জন ক্রু নিয়ে গত ৩ দিন ধরে সুন্দরবন উপকূলে ভাসছে মাছ ধরা বড় জাহাজ এফভি জোয়ান ডেভার। বুধবার দুপুর ১ টার দিকে চট্টগ্রামের সদরঘাট থেকে ১৮০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজটি গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ওই দিনই ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। উদ্ধারের চেষ্টা করছে নৌবাহিনী ও মোংলা কোস্টগার্ড। চট্টগ্রামের কন্টিনেন্টাল গ্রুপের মেরিন ফিশারিজ লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মজুমদার জানান, ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকার খবর পেয়ে গতকাল দুপুরে জাহাজটি উদ্ধারে মোংলা কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়েছে। জাহাজটি বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকা থেকে ভাসতে ভাসতে মোংলা বন্দরের আউটার বার ফেয়ারওয়ে বয়া এলাকায় চলে এসেছে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় জাহাজটিতে থাকা ৭ কর্মকর্তা ও ২৯ জন ক্রুরা উৎকণ্ঠায় রয়েছেন। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের এক কর্মকর্তা জানান, নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে গেছে। এখন সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। তারপরও জাহাজটি উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছে।