রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের নাম মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্রের নাম মোহাম্মদ নাসিম। বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী নাসিম ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। তিনি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন বারবার তবু ভীত হয়ে আপস করেননি। মোহাম্মদ নাসিম আমৃত্যু বিশ্বস্ত সিপাহসালার হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে ছিলেন। আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মীর প্রিয় নাসিম ভাইয়ের কর্মপরিধির বিশালতা তাঁর রাজনৈতিক জীবনকে বর্ণময় করে রেখেছে। গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মোহাম্মদ নাসিম জনবান্ধব সফল রাজনীতিক’ শীর্ষক স্মরণ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘৯৫ ফাউন্ডেশন, কাজিপুর’। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বক্তব্য দেন ডা. হাবিবে মিল্লাত এমপি, মেরিনা জাহান এমপি, মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু রায়হান। মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘মোহাম্মদ নাসিম আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছেন।

তাঁর গুণাবলি সমসাময়িককালে কারও মধ্যে খুঁজে পাই না।’ নাসিমতনয় তানভীর শাকিল জয় বলেন, ‘সিরাজগঞ্জবাসীর অনুভবে বেঁচে থাকবেন তাঁদের নেতা ও ভাই মোহাম্মদ নাসিম।’

সর্বশেষ খবর