বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া দুঃখজনক

রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। ভারত ও বাংলাদেশের জনগণের মাঝে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। এরপরও বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা পাবে না, এটা দুঃখজনক। তিস্তার পানি প্রবাহের ন্যায্য হিস্যা না পাওয়ায় বাংলাদেশের ১ লাখ হেক্টর জমি শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হওয়ার উপক্রম হয়েছে। গতকাল রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত জাতীয় পার্টির সম্মেলন-২০২২ প্রস্তুতি কমিটির সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফরে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও বেশকিছু সাফল্যজনক কর্মকাণ্ড সম্পন্ন হওয়ায় তাঁকে (প্রধানমন্ত্রী) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম এ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, এম এ গোফরান, জিয়াউল হক মৃধা, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

সর্বশেষ খবর