ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা প্রায়। বৃষ্টি হচ্ছে মুষলধারে। বইছে ঝড়ো হাওয়া। বিদ্যুৎ নেই। অন্ধকারে ডুবে আছে শহর। মফস্বল শহর শ্রীমঙ্গলের নতুন বাজার সড়কে পড়ে আছেন মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারী। ব্যথায় ছটফট করছেন তিনি। বৃষ্টিতে ভিজে একাকার। এমন দৃশ্য দেখে থানায় ফোন করেন এক পথচারী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির। প্রসূতি নারীকে পুলিশ ভ্যানে করে…