বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ছিনতাইকারীকে ধরিয়ে দিলেন ষাটোর্ধ্ব ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদক

তরুণীর সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় সবুজ নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। পালানোর সময় মূলত বাবর মিয়া নামে এক ষাটোর্ধ্ব ভিক্ষুক তাকে জাপটে ধরে পুলিশে দেন। ভিক্ষুক বাবর মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ছিনতাইকারী সবুজের বাবার নাম সিদ্দিকুর রহমান। বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গতকাল এ তথ্য জানান।

ওসি বলেন, ভুক্তভোগী আঁখিমণি সিভা উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস শেষে বাড়ি ফেরার পথে ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে পৌঁছালে তার গলার চেইন টান দিয়ে দৌড় দেয় সবুজ। সিভা চিৎকার করলে আশপাশের লোকেরা সবুজের পিছু নেয়।

এ সময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন। পরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। এরপর সবুজকে জাপটে ধরেন তিনি। পরে আশপাশের লোক এসে সবুজকে পুলিশে সোপর্দ করেন। পুলিশের ভয়ে সবুজ সেই চেইন গিলে ফেলে। পরে বমি করে চেইন বের করে।

সর্বশেষ খবর