শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের অস্বাভাবিক সরকার এবং রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। হাসানুল হক ইনু বলেন, আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি। ১. দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ ও ২. রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ পরিচালনা করছে। প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জাকিরের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. আবদুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।

মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন, আফরোজা হক রীনা, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আব্দুল মতিন মিয়া, নুরুল আকতার, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

সর্বশেষ খবর