বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শেখ এ্যানী রহমান এমপি আর নেই

আজ পিরোজপুরে দাফন

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিণী ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানী রহমান (৬২) আর নেই। গতকাল দুপুর পৌনে ২টায় থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এ্যানী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ্যানী অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন এবং কয়েকদিন ধরে হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। শেখ এ্যানী রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে আমাদের পিরোজপুর প্রতিনিধি মরহুমের পারিবারিক সূত্রের উল্লেখ করে জানান, শেখ এ্যানী রহমানের লাশ আজ দেশে আসবে। এরপর পিরোজপুরে নিয়ে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

শেখ এ্যানী রহমান ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পিরোজপুর সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য। এ্যানী ১৯৬০ সালে ২৮ সেপ্টেম্বর বর্তমান পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ খবর