রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চরফ্যাশনে ইমাম খুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে মো. নুর ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুরে শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম এওয়াজপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। তিনি এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ জমাদারের ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের বাবা। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নুর  ইসলামের বাবা আব্দুর রশিদ জমাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে চাচা আবদুুল মালেক ও আবু তাহেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিষ্পত্তির জন্য শুক্রবার সকালে ভাতিজা নুর ইসলামকে চাচা আব্দুল মালেক মোবাইল ফোনে ঘরে ডেকে নেন। এ সময়  স্ত্রী মরিয়ম তার সঙ্গে যায়। পরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আবু তাহের ও আবদুুল মালেক সাবল নিয়ে ভাতিজা নুর ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগমের উপর হামলা করে। এতে নুর ইসলাম গুরুতর আহত হন। তাকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬ টায় তিনি মারা যান।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে এ ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি আব্দুল মালেককে আটক করা হয়েছে। পুলিশ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর