মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কাপ্তাই লেকের দখলদারদের তালিকা হাই কোর্টে দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই লেকে মাটি ভরাট, দখল ও সব ধরনের অবকাঠামো নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়ে অবৈধ দখলদারদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশ বাস্তবায়ন করে রাঙামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপার, রাঙামাটি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটির সদর পৌরসভার মেয়র, বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশনের ব্যবস্থাপক, রাঙামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি), রাঙামাটির কোতোয়ালি থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেইসঙ্গে কাপ্তাইয়ের দখলদারদের চিহ্নিত করতে একটি জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের। ৩০ দিনের মধ্যে দখলদারদের তালিকাসহ জরিপ প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। ‘কাপ্তাই লেকের দখল, জীববৈচিত্র্য হুমকিতে’ শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে হাই কোর্টে রিট করা হয়। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে মনজিল মোরসেদ বলেন, সেখানে প্রশাসন আছে কাপ্তাই লেক সংরক্ষণের জন্য।

আশ্চর্যজনক হলো, প্রশাসনের কিছু লোকও সেখানে দখল করে ভবন বানিয়েছে। এ জন্য আমরা আদালতের কাছে এসেছি। তদন্ত প্রতিবেদন পেলে ওইসব স্থাপনাও যাতে ভাঙা হয়, কারণ নদী দখল, জলাশয় দখল করা আইনে নিষেধ। আপনি প্রশাসন হন, এমপি হন, আর মেয়র হন সব জায়গায় আমরা দেখেছি, প্রভাবশালীরা এই কাজগুলো বেশি করছে। এই আইনজীবী বলেন, সীমানা ধরে কাপ্তাই হ্রদ সংরক্ষণ করা হলে এটা রক্ষা হবে। কিন্তু এর ওপর অনেক আক্রমণ হয়েছে। দখলবাণিজ্য, ভরাট করে এটাকে মৃতপ্রায় অবস্থা করে ফেলা হয়েছে।

 

 

সর্বশেষ খবর