মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চলতি দশকেই ক্যান্সারের টিকা!

প্রতিদিন ডেস্ক

চলতি দশকের মধ্যেই জটিল রোগ ক্যান্সারের টিকা পাওয়া যেতে পারে। এমন আশা দেখাচ্ছেন করোনার অন্যতম সফল টিকা প্রস্তুতকারী বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা তুর্কি বংশোদ্ভূত জার্মান দম্পতি উগুর সাহিন ও ওজলেম তুরেসি। এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে ফাইজারের সঙ্গে যৌথভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রথম ছাড়পত্র পাওয়া কভিড টিকা এই দম্পতিরই আবিষ্কার। তাঁরা দুজনই স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ। উগুর সাহিনের কাজের অন্যতম ক্ষেত্র ক্যান্সার। সম্প্রতি উগুর সাহিন ও ওজলেম তুরেসি জানান, তাঁরা গবেষণায় এমন সাফল্য পেয়েছেন, যা ক্যান্সারের টিকা আবিষ্কারের আশা বাড়িয়ে দিয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরেসি বলেন, যে এমআরএনএ প্রযুক্তি বায়োএনটেকের কভিড টিকায় ব্যবহৃত হয়েছে, সেই একই প্রযুক্তি দিয়ে ক্যান্সারের কোষ ধ্বংস করা যেতে পারে।

কবে নাগাদ রোগীর শরীরে ক্যান্সারের এ ধরনের টিকা প্রয়োগ করা যেতে পারে, এমন প্রশ্নের জবাবে সাহিন বলেন, এটা ২০৩০ সালের আগেই হতে পারে।

 

 

সর্বশেষ খবর