সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জি এম কাদেরের চেয়ার কেউ রক্ষা করতে পারবে না : রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন সংসদ অধিবেশনে জি এম কাদেরের জাতীয় সংসদে উপনেতার আসনটি সরে যাবে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, পার্টি অফিস থেকে জি এম কাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তার চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। গতকাল উপজেলা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির রওশন এরশাদ সমর্থিত অংশের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এস এম এম আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক দেলোয়ার হোসেন, কাজী মামুনুর রশিদ, জিয়াউল হক মৃধা, এম এ গোফরান, অধ্যাপক নুরুল ইসলাম, মিজানুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন, হাজী তুহিনুর রহমান (নুরু হাজী)। রাঙ্গা বলেন, আসন্ন অধিবেশনে সংসদে রওশন এরশাদের চেয়ারের পাশে জি এম কাদের না অন্য কেউ বসবেন। তিনি বলেন, আগামী ২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির নেতৃত্বের পরিবর্তন হবে। সেখান থেকে বিদায় নেবেন জি এম কাদের। জি এম কাদেরের সঙ্গে তিনজন এমপি ছাড়া কেউ নেই। কাউন্সিলের আগেই এমপিরা কোন দিকে, তা স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন, জাতীয় পার্টির সাইনবোর্ড ব্যবহার করে জি এম কাদের মনোনয়ন বাণিজ্য করছেন। সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে ৫ কোটি করে টাকা নিচ্ছেন। আবার বিএনপির জোটে যাবেন, সে জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে থাকবেন, সেখান থেকেও টাকা নিচ্ছেন। দুই নৌকায় পা রেখে রাজনীতি হয় না। জি এম কাদের তা-ই করছেন।

সর্বশেষ খবর