সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

আওয়ামী লীগ-বিএনপি নৈরাজ্য সৃষ্টি করেছে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের নামে আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক অঙ্গনে চরম নৈরাজের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে ইসলামী সমাজের নেতারা। তারা বলেন, ‘সংঘাত ও সংঘর্ষের কারণে জাতীয় জীবনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। গণতন্ত্র জাতিকে বিভিন্ন দল-উপদলে বিভক্ত করে সংঘাত ও সংঘর্ষের পথে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে একমাত্র ইসলামী শাসনব্যবস্থা।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে  ইসলামী সমাজ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তারা। ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীর।

তিনি বলেন, সংঘাতময় রাজনীতির কারণে মানবতা আজ ধ্বংসের মুখোমুখি। বর্তমানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় অবস্থা বিরাজ করছে। মানবরচিত ব্যবস্থার সংঘাতময় রাজনীতি বিশ্বের মানুষকে দুনিয়ার জীবনে মহাবিপর্যয়ের মুখোমুখি করেছে এবং আখিরাতের জীবনকে ধ্বংস করে দিচ্ছে।

সর্বশেষ খবর