সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে নৌপথ অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে সিমেন্ট প্রস্তুতকারক বহুজাতিক কোম্পানি লাফার্জ-হোলসিম কর্তৃক শিল্প আইন লঙ্ঘন করে খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে দিনব্যাপী নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী-শ্রমিকরা। গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। অবরোধের ফলে সুরমা নদীতে সব ধরনের মালবাহী নৌযান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন নৌযান শ্রমিকরা। 

এদিকে, অবরোধ সফল করতে ছাতকের লাফার্জ ফেরিঘাটসহ সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন অবরোধকারীরা। এ সময় শিল্পনগরী ছাতক থেকে মালবাহী কোনো নৌযান চলাচল করতে দেওয়া হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, লাফার্জ-হোলসিম কোম্পানি ভারত থেকে আমদানি করা চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় আমদানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা। শিল্প কোটার সুবিধা নিয়ে কম শুল্ক দিয়ে আমদানি করা চুনাপাথর খোলাবাজারে বিক্রি করায় ব্যক্তিপর্যায়ের আমদানিকারকরা প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারছেন না। সেই সঙ্গে  লাফার্জ-হোলসিম নিজস্ব প্লান্টে পাথর ভেঙে বিক্রি করায় বন্ধ হয়ে যাচ্ছে ৫ শতাধিক ক্রাসার মেশিন। বেকার হয়ে পড়েছেন শত শত ব্যবসায়ী ও হাজার হাজার শ্রমিক। কোম্পানিটি এ বেআইনি ব্যবসা বন্ধ না করলে আগামীতে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। অবরোধ চলাকালে ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্যপরিষদের আহ্বায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, সাবেক পৌর মেয়র আবদুল ওয়াহিদ মজনু, ব্যবসায়ী সৈয়দ আহমদ, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, অধ্যাপক হরিদাস রায়, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা, ঐক্যপরিষদের সাধারণ স¤পাদক হাজী আবুল হাসান, ব্যবসায়ী হাজী আশিদ আলী, সামছু মিয়া, আবদুল হাই আজাদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, শ্রমিক নেতা আইনুল হক, বাবলু মিয়া, কালা মিয়া, ফারুক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর